ধানের ক্ষেত (স্বতন্ত্র সনেট)
        ড. প্রফেসর রাজু ভৌমিক


   রোদে চকচক, বাতাসে দুলছে শীষ,
  ব্যস্ত কৃষক আনন্দে, দেয় কত শিস;
    যতদূর দৃষ্টি যায়, ক্ষেতের সবুজে,
ধান গাছের ডগা, দোলে যে নিজে নিজে।


  দানাভর্তি শীষ, বাতাসেতে পড়ে নুয়ে,
  কৃষক দেখে তা, মাথা উঁচুতে দাঁড়িয়ে;  
স্বপ্নে বিভোর সে, দেখি এ ধানের শোভা,
   কত কষ্টের ফল, যেন শ্রমের সভা।


সোনা রঙ ধারণ, সব ধানের ক্ষেতে,
লুকোচুরি খেলতুম,  মোরা কত মেতে;
   পোক্ত হয় যখন, সব ধানের দানা,
ফসল তুলে উৎসবে, নেই কোনো মানা।


বাংলার কত রূপ, কত তার আভার,
যদি সে ফর্সা, ধানের ক্ষেত চামড়ার।


১১/০৮/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক