একাত্তরের জননী- রমা চৌধুরী
          (স্বতন্ত্র সনেট)
          ড. রাজু ভৌমিক


তের মে’র সকালে, হানাদার ছোবলে,
অনির্জিত দেশে, সে মাতৃসম্ভ্রম ঢেলে;
করলো স্বাধীন দেশ, ছি: পাক-বাহিনী!
  সাবাশ মোদের, একাত্তরের জননী।


দুগ্ধপোষ্য সন্তান, নিয়ে আপন কোলে,
নির্যাতিত মা, ঘরবাড়ি আগুনে জ্বলে!
দাড়িয়ে উচ্চশির, বাংলার বলীয়সী;
  দূরহ! করলে পাক-বাহিনীর নিশি।


   পুত্রশোকে জর্জরিত, তুমিই চেতনা,
  জুতাহীন কদমে, চলতো আনাগোনা;
“যে মাটিতে শুয়ে আছে, সন্তান আমার!”
কি করে চলি বলো, নিয়ে পায়ে জুতার”।


  তব কষ্টে অর্জিত, মোদের  স্বাধীনতা,
   কোথায় পাবে এমন নবরুপি দাতা?


০৯/০৪/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক