দৃষ্টিমিলন  (স্বতন্ত্র সনেট)
          ড. রাজু ভৌমিক


হেমাঙ্গী, বসে সেদিন জানালার পাশে,
অপলকে তাকিয়ে, সে মেঘলা আকাশে;
   কৃতত্বরা মন, ছুটে জীবন সংগ্রামে,
     দৃষ্টিমিলন! সেদিন ইহার নয়ণে।


  সুনয়ণা, মনমাতানি, সে তুল্যনাম,
নির্ঘাত নয়ণদুটি, বানিলো যে শ্যাম;
  কপিল উপস্কৃত, তব নয়ণখানি,
কে তুমি? মনোলোভা! কেমন মায়াবিনী?


দৃষ্টিমিলন, সে তো উগ্র হৃদকম্পন!
উন্মাদনার ঘোরে, পূর্ণ এই জীবন;
প্রতীক্ষার প্রহরগুনি, হবে কি দেখা?
হৃদয়ে যে হলো, তাহার নামটি লিখা।


হৃদয়ের লেখা নাম, সে কি ভালবাসা?
চিচীষা তব নয়ণে, শুধু এক আশা।


৮/২২/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক