রুদ্র-প্রচেতা (আয়না সনেট)
            রাজুব ভৌমিক


সেদিন দেখিছিনু, নয়ন প্রচেতার,
বিলীন অস্তিত্ব, প্রেম দিলে উপহার;
কহিলাম প্রেমকথা, সখির নয়নে,
গেলাম স্বপ্নরাজ্যে, খুজিলাম গোপনে।


পাইতাম আমি যদি প্রচেতার দেখা,
দিতাম বুক চিরে, বানাইতাম সখা;
পড়িতাম চরণে, কহিতে ভালবাসি,
পূজিতাম সখিরে, আমি যে দিবানিশি।


কেমনে তাহারে বলি, প্রেম মোর মনে,
শয়নে ভাবনা তারি, ভাবি প্রতিক্ষণে;
জ্বলি সর্বক্ষণে আমি, সখি তুমি বিনে,
কলি ফুটিয়া ঝরে, মালা গাথি সমানে।


জানিবে নাহি বুঝি, সখি মোর পিরিতি;
  রবে প্রাণটি ধরায়, বুকে নিয়া স্মৃতি।


১০/২৯/ ২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।