সমুদ্রমন্থন মহাকাব্য
       প্রথম সর্গ (২০৬-২২১)
            রাজুব ভৌমিক


সমুদ্রমন্থন! শুনে দেবতারা স্তম্ভিত,
ভয়ে ইন্দ্র বলে, ‘প্রভু করো হৃদয়ঙ্গম,
কেমনে সম্ভব কার্য সে সমুদ্রমন্থন,’
অমত্ত হও দেবতা, বলে পরমেশ্বর।
শান্তিস্থাপক হইবে, এ সমুদ্রমন্থন,
নাগরাজ বাসুকিতে কার্য রজ্জু সম্যক্,
মন্দর পর্বত কার্য, হবে মন্থনদন্ড,
পরিচালনায় স্বয়ং, রুপে আমি কিঙ্কর।
সাবধান! বলে প্রভু, দেবতার লাগিয়া,
বিষ উৎপন্ন মন্থনে, না করিবে সেবন,
ভয়বিহ্বল ব্যগ্রতা, নাহি কোন কারন
মহাদেব শিব মাত্র, করিবে বিষ পান।
এই মন্থনে দেখিবে আকর্ষনীয় বস্তু,
মোহিত তোমরা নাহি হবে, মোর আদেশ,
ক্রুদ্ধতার নিয়ন্ত্রন, প্রদর্শন করিবে,
যদি হয় উপদ্রব, মন্থনে অঙ্গীভূত।


চলবে....


মালতী-অমিত্রাক্ষর ছন্দ: প্রতি ছত্রে ১৫ টি অক্ষর, প্রতি ছত্র বা চরণ অাট এবং সাত মাত্রায়, এবং চরণগুলির অন্ত্যবর্নের মিল থাকেনা।