সমুদ্রমন্থন মহাকাব্য
       প্রথম সর্গ (২৫৩-২৬৮)
            রাজুব ভৌমিক


উষ্মান্বিত ইন্দ্র কহে, ‘হতচেতন বলি!
নাড়াবুনে অসুরাজ! প্রস্তুত হও মূঢ়,
যুদ্ধ হবে এতিক্ষণে’, ধরিয়া ইন্দ্রবান;
মহারাজ বলি কহে, ‘অসুর ঊর্জস্বল!
ত্রিলোক জয়ী অসুর, মূর্খ দেবতাগন,
বিনে যুদ্ধ কহ তবে, ভিক্ষাং দেহি হে প্রভু’।
ইন্দ্র ক্রোধান্মত্ত চোখে, সর্ব দেবতা দেখে,
বিনাশ হবে এবার, কহে অগ্নি বরুনকে,
নগণ্য দেবতা মোরা, অনর্থক হইবে;  
হে স্বর্গাদিপতি প্রভু, অগ্নি করে প্রার্থনা,
শান্ত হও, পুন:চিন্তা কর, ত্রিলোকহিতে,
পরমেশ্বরের কথা ভাব তার আদেশ,
  সমুদ্রমন্থন ভবে হওয়া অবশ্যই,
সন্ধির বানী শোনাও, এটাই হিতকর।
অনুত্তেজিত হইল ইন্দ্র, অগ্নি আর্জিতে,
ধম্র্য তুমি অগ্নি, স্বত্ব তব যাথাথ্র্য চিন্তা।


চলবে....


মালতী-অমিত্রাক্ষর ছন্দ: প্রতি ছত্রে ১৫ টি অক্ষর, প্রতি ছত্র বা চরণ অাট এবং সাত মাত্রায়, এবং চরণগুলির অন্ত্যবর্নের মিল থাকেনা।