সমুদ্রমন্থন মহাকাব্য
       প্রথম সর্গ (১৪৩-১৫৬)
            রাজুব ভৌমিক


একদিকে অসুরের অভিক্রমণ, আর
অপরত্র দূর্বাসার অভিশাপ স্বর্গতে!
দূর্বাসার অভিশাপে দেব ঐশ্বর্যহীন।
ভিক্ষুকবেশে দেবতা, অসুর সঙ্গে যুদ্ধ,
অসুরাক্রমে বিবশ, দেবতারা পালায়
ধনদুর্মদান্ধ ইন্দ্র, পাপের শাস্তিতে
জর্জরিত, ইন্দ্রদেব-বরুণ অনাশ্রিত।
ইন্দ্র কহে ‘ও বরুণ! এর সমাধান চাই!
দেবতা মোরা! দুর্ভাগ্য! নিরুপায় এমন!’
‘প্রভু ব্রক্ষ্মাই পারবে, করিতে আভিমুখ্য
  দেবতার দূর্দশার’, কহিলেন বরুণ।
  যত্র চিন্তা দেবতার, তত্র কর্ম ইন্দ্রের,
দেবতারা উপাহৃত, সুমেরু পর্বতের
শিখরে যায় ললিত ভঙ্গিতে শনৈ শনৈ।


চলবে.....


মালতী-অমিত্রাক্ষর ছন্দ: প্রতি ছত্রে ১৫ টি অক্ষর, প্রতি ছত্র বা চরণ অাট এবং সাত মাত্রায়, এবং চরণগুলির অন্ত্যবর্নের মিল থাকেনা।