সমুদ্রমন্থন মহাকাব্য
      প্রথম সর্গ (১৭৩-১৮৮)
            রাজুব ভৌমিক


শ্বেতদ্বীপে ব্রক্ষ্মা যায়, বশত দেবতার,
দর্শন করিতে তাকে, অবিকারী অসীম,
  পরমেশ্বর, পরম সত্য, নানা নামে সে
পরিজ্ঞাত ভক্ত মনে, সংসার নাচান যে।
ব্রক্ষ্মা স্তম্ভিত, না দৃশ্যে অবিকারী আনন,
অবিকারীর আবার থাকে নাকি আকার,
মূর্খ ব্রক্ষ্মা অতর্কিতে বুঝিলো তা এবার,
প্রার্থনা করিলো প্রাত, বশত দেবতার।
ব্রক্ষ্মা কহে প্রভু শুন হে মোর এ প্রার্থনা,
দেবতারা রাজ্যহীন, সে দোর্দণ্ড বৈক্লব্য,
ভবে সর্বতে অসুর পরাক্রম, হে প্রভু,
ডরে ঘোরে ভূমন্ডলে, ইন্দ্র দেবতাগন।
সর্বজানতি হে প্রভু, সবি তবস্য জ্ঞানে,
উপায় কি দেবতার, স্বর্গ পুনরুদ্ধারে,
অসুর যে চরাচরে, সংকট সর্বব্যাপি,
তব কৃপা হয় যদি, সঁচয়ী দেবগন।


চলবে.....


মালতী-অমিত্রাক্ষর ছন্দ: প্রতি ছত্রে ১৫ টি অক্ষর, প্রতি ছত্র বা চরণ অাট এবং সাত মাত্রায়, এবং চরণগুলির অন্ত্যবর্নের মিল থাকেনা।