সান্তিয়াগো-চিলি (স্বতন্ত্র সনেট)
         রাজুব ভৌমিক (রাজু)


আন্দেস পর্বতমালার ঐ সান্তিয়াগো,
মোনেদা প্যালেস, সে বোলসা কোমের্সিও;
কাসা কোলোরাদা, চেররো সান্টা লুসিয়া,
  মুসাফির বাক্রূদ্ধে, নেত্রপাতে চলিয়া।


   প্রশস্ত সড়কের দ্বি-পার্শ্বে অভ্রংলিহ,
  ম্যানহাটন নাকি, অপিচ সে সাগ্রহ;
অঁজিষ্ণু দৃষ্টিতে কোট, অত্যুগ্র সর্বদা,
বিস্তর কালাতিক্রমে, দেখি ঐ ধৃষ্টতা।


  কত রঙের শাখী, জীমূত চারিদিকে,
সৌভাগ্য চিলিয়ানের, জন্ম তার বুকে;
অভিষ্যন্দ কোট সৌন্দর্য, ভেবে অবাক!
ঐতিহ্যের নিস্যন্দ, ইতিহাসের ডাক।


সান্তিয়াগো কোট, জীবন্ত এক প্রাচুর্য;
ঐতিহ্যের ধনাঢ্যতা, সে আরেক স্থৈর্য।


০১/২০/২০১৯


সান্তিয়াগো, চিলি