লজ্জাহীন পুলিশ (আয়না সনেট)
            রাজুব ভৌমিক


সমাজের গালি শুনে, ব্যস্ত সে সেবায়,
রাতের নিদ্রা ভেঙ্গে, জীবন পাহারায়;
  যায় বংশটুকু, করিলে উনিশ-বিশ,
সেবায় মত্ত এরা, লজ্জাহীন পুলিশ।


করে সেবা অন্যের, মা মরে বিছানায়,
ধরে চোর-ডাকাত, প্রাণ দেয় সে হায়;
‘দায় পুলিশের’, সভ্য বলে অহর্নিশ,
সেবায় মত্ত এরা, লজ্জাহীন পুলিশ।


ঘরে একা বসে, শ্রীমতি অশ্রু ঝরায়,
জ্বরে ডিউটি করে, জীবন সে রাস্তায়;
অন্যায় নাহি সহে, সে শান্তির গিরিশ,
সেবায় মত্ত এরা, লজ্জাহীন পুলিশ।


অবহেলায় কাটে দিন, এরা পুলিশ;
খেলায় মত্ত সমাজ, করে সুপারিশ।


০৮/২০/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিকে থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।