লতাগুল্মি শাপলা (স্বতন্ত্র সনেট)
     ড. প্রফেসর রাজু ভৌমিক


স্রোতবিহীন জলাশয়ে, ইহার জন্ম,
যার মূল কাদায় ভরা, সে তার ধর্ম;
পানি বাড়ে যত, তত বাড়ে তার ডাঁটা,
লতাগুল্মি, ও তার, থালার মত পাতা।


পানির নিচে নল, সে উপরেতে ওঠে,
বিভিন্ন রঙের ফুল, আস্তে আস্তে ফুটে;
যখন পানিতে ভরে, নদী-নালা বিল,
শাপলায় চারিদিকে, সে কি গোজামিল।


কুঁড়ি অবস্থায়, সে কলা মোচার মত,
  আসল পরিচয়, ও ভাসে অবিরত;
পানিহীন হলে বিল, সে বড় অজানা,
লতাগুল্মিরা এমন, তা সবার জানা।


লতাগুল্মি মানুষেরা, শাপলা স্বভাবী;
সুযোগ সন্ধানী, সে বড় বড্ড অভাবী।


১১/০৪/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক