যেজন হৃদয়ে (আয়না সনেট)
              রাজুব ভৌমিক


  যেজন হৃদয়ে, প্রেম করিলো জাগ্রত,
সর্বক্ষন জ্বালিয়ে মারে, কেন অক্লান্ত?
আসিলে প্রেম মনে, সখির স্পর্শ বিনে,
নিখিলে হাহাকার, বিরহ ক্ষণে ক্ষণে।  


জানিনে ভালবাসা, চেয়েছি যে তোমারে,
  স্বপনে তব ছায়া, নয়নে অশ্রু ঝরে;
চাহিয়া তোমারে, ভুলিলাম ভালবাসা,
  দেখিয়া বদনখানি, কষ্ট বাঁধে বাসা।


   জেগেছিনু নিশিতে, মহাকষ্ট পরাণে,
অণু অণু প্রেমাশা, জমিয়ে মোর প্রাণে;
  হারিয়ে নিজেকে, হারিয়ে মম ভাবনা,
  মুখিয়ে তারি প্রেম, পেলাম শুধু কান্না।


  যেজন হৃদয়ে, মিশে শিরায় শিরায়;
  কখন উপহাসে, ভুলে সখি আমায়।


০৭/১৫/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।