প্রবাসের গান (স্বতন্ত্র সনেট)
         রাজুব ভৌমিক (রাজু)

  প্রবাসে, প্রবাস নদীর গভীর জলে,
মুসকিলে একান্তে, কাঁদি মাগো বিফলে;
  রহমানের রাহীম, দেখো চক্ষু খুলে,
মা’র কথা মনে পড়ে, দিনে বা ঘুমালে।  

অজানা, অজানায় ঘুরে থাকি জঙ্গলে,
করিলেম তারে বিয়া, সেদিন কবুলে;
আর কি হবে দেখা, নাকি হবে মরলে,
নাওয়া খাওয়া ছেড়ে, বুকে অগ্নি জ্বলে।

ঘুমের চোখে কাজেতে, আমি ভোর হলে,
শরীরের হাড্ডিগুলো, এ বুঝি ঝরলে;
  ঐ দাশের গল্পতে, তোমরা ভীত হলে,
  প্রবাসের জীবন, চলে সমানতালে।

এমন নসিব যেন, কারো নাহি মিলে;
মৃত্যুতে কেবলি যার, সুখদ্বার খুলে।

০২/১৫/২০১৯

ম্যানহাটন, নিউইর্য়ক