প্রাণ পাখিরে
             রাজুব ভৌমিক


     প্রাণ পাখিরে আমি কত খুঁজি গো
  পোড়া চোখে তার দেখা আর হইলো না
        ওরে..কত ডাকি তারে সেজে
        চোখের জলে বালিশ ভিজে
       ওরে...উড়াল দিয়ে চইলা গেলে
     কারে দেখাই এই কলিজার বেদনা।  


   বন্ধুরে...পাগলের আনন্দ মনে মনে
      আমার আনন্দ বন্ধুর তোর সনে।
      কোথায় পাবো বন্ধু দেখা
              এই সংসারে চলি একা
     পিরিতির জ্বালা আর তো সহে না।
            
         ওরে...যাবে যদি বহুদূরে
       পিরিতি কেন শিখাইলা মোরে  
বন্ধুরে... চিতার আগুনে পিরিত জ্বলে
               কেন তুই ইচ্ছা করে
         দিলে আমারে এত যন্ত্রণা।


১০/৩০/ ২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক