আঁখিজল ছিটিয়ে দে  
           রাজুব ভৌমিক

    যাবার বেলায় বন্ধু তোরা
আঁখিজল ছিটিয়ে দে খাটিয়ারে
একাকী উঠোনে বাঁশের কেদারা
  সহিতে না পারি কষ্ট রোদ্দুরে।


যৌবনে বৃষ্টির জলে কত বাড়ি ফেরা
  নয়ন জলে এবার যেতে দে মোরে
আতরের গোলাপ জল সহে না বন্ধুরে
  আঁখিজল ছিটিয়ে দে খাটিয়ারে।


   দীঘির জলে কত হংস পরী
  ও জলে কেমনে গোসল করি
          প্রাণের বন্ধু তোরা        
  আঁখিজল ছিটিয়ে দে খাটিয়ারে।


    কত কান্না কত চিৎকার
        ভাই বোন বন্ধু সজন গলে
শব্দ কান্না চাইনা জল ঐ কলে
       প্রাণের বন্ধু তোরা        
  আঁখিজল ছিটিয়ে দে খাটিয়ারে
  একাকী উঠোনে বাঁশের কেদারা
    সহিতে না পারি কষ্ট রোদ্দুরে।

০৭/২০/ ২০২১
কপিরাইট © ২০২১ রাজুব ভৌমিক
ব্রঙ্কস, নিউইর্য়ক