“যেভাবে আসিলে”
রাজুব ভৌমিক
চলে গেলে তুমি
এ হৃদয় রোমাঁচ করে
যেভাবে আসিলে
তুমি এ জীবন কৈশোরে।
ওহে, পুষ্পকলি ভেঙ্গে পড়ে
ধরাতে আছড়ে
মাটির বালু আঁকড়ে
বাতাসে মিশিল তোমারে ছেড়ে
জেনে তুমি কাছে নাহি
জ্বালাও প্রদীপ কার দুয়ারে।
ওহে, তব পাণে তাকিয়ে
পানি বিনে হাহাকার
খরা মাটি চৌচির শুকিয়ে
নতুন যাত্রা শুরু করে না আর
চেয়ে পানি বারবার
সময় নষ্ট করে অন্ধকারে।
একবার যদি ডাকো মোরে
ছাড়িব সকল কামনা
বাসিব ভাল দিয়ে সব ভাবনা
হব না কোনদিন তোমার অচেনা
রহিব হে তোমার হয়ে
থাকি না হে যত দূরে।
০২/০৮/২০২০
ম্যানহাটন, নিউইর্য়ক