ভাবি তোমায় দিবানিশী
         রাজুব ভৌমিক


     ভাবি তোমায় দিবানিশী
নয়ণ মন্দিরে হিয়ার কুটিরে বিস্তার
     বিস্তার কাহার অহর্নিশী
    ভাবি তোমায় দিবানিশী।


তাই মনে না মানে আশার প্রদীপ
       নিভে নিভে আধাঁরঘরে
বৃষ্টির জলে যায় মিশে জোসনাহাসি
       ভাবি তোমায় দিবানিশী।


যদি ভাসে ওই বদন হয় উম্মাদন
   হারায় হিয়া কাঁপিতে কার ভুবন
যদি ভাসে ওই বদন হয় উম্মাদন
   হারায় হিয়া কাঁপিতে কার ভুবন।


যদি ভাসে নয়ন চুপিচুপি কদাপি
      নামে এক পশলা বৃষ্টি
      শ্রাবণ মেঘে যায় মিশে
            সকল হাসি
     ভাবি তোমায় দিবানিশী।


০৭/২৬/ ২০২১
কপিরাইট © ২০২১ রাজুব ভৌমিক
ব্রঙ্কস, নিউইর্য়ক