সূর্যের ক্লান্তি (আয়না সনেট)
              রাজুব ভৌমিক


  সূর্যটা ক্লান্ত অতিশয়, বিশ্রামে যায়,
ছয়টা বুঝি বাজে, থাকে সে অপেক্ষায়;
  হলে ভোর সূর্য, উঠবে প্রদীপ দিতে,
ফলে ক্লান্ত সর্বথা, পারেনা সে সহিতে।


   দর্শক সে জগতের, যত হানাহানি,
তোশক কলঙ্কের, গায়ে পরে মালিনী;
  কেন সংসার এমন, চিন্তা অন্তহীন,
   এহেন বিচারবোধ, নরত্বের ক্ষীণ।


লোকে বলে সর্বথা, আঁধারে পাপ ঢাকে,
শোকে মনুষ্যজাতি, কেন দুষে আলোকে;
   ক্লান্ত সূর্যখানি, দেখে জগতের পাপ,
  অশান্ত তার হৃদয়, আঁধারে বিলাপ।


রাতের নীরব কান্না, দেখনি যে কভু;
সূর্যের অনুতাপ, আঁধারে ডাকে প্রভু।


০৮/১২/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিকে থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।