ক্লান্তি (স্বতন্ত্র সনেট)
          ড. রাজু ভৌমিক


ক্লান্তি মোর করিলে স্তব্ধ, অঙ্গে সংহতি!
জীবনযুদ্ধ হলো অন্ত, সে নাহি জিতি;
  অসাড় তনু নিসাড়, হলো বেমালুম!
নেই বোধশক্তি, ক্লান্তির কি হবে গুম?


ক্লান্তি মোর করিলে স্তব্ধ, মস্ত অনীতি!
  যাও সুদূরে, তাহা অনুজন সম্মতি;
নহে আমি যাবো, সুদূর বিষন্ন স্রোতে!
অশ্রুর সাক্ষী হবে আমায় যেতে যেতে।


ক্লান্তি মোর করিলে স্তব্ধ, সে অবডীন!
উড্ডীন পক্ষিটার কেনো করো বিলীন?
বহুকষ্টে উচ্চ শিখায় মোর অধীন;
ক্লান্তিঘোরে হলেম তাই তির্যগডীন।


ক্লান্তি মোর করিলে স্তব্ধ, করি আহুতি!
তব ত্যাগে হোক মোদের সর্ব সুখ্যাতি।  


০৯/০২/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক