তোমায় পাবো বলে (স্বতন্ত্র সনেট)
     ড. প্রফেসর রাজু ভৌমিক


আমি তোমায় পাবো বলে, বসে এখুনি
কল্পনাতে ছবি আঁকি, তোমায় সজনী;
সখি তোমারো লাগিয়া, মোর স্বপ্নঘরে
প্রেমের বীজবুনি, আমি নিত্যপ্রহরে।


আমি তোমায় পাবো বলে, সেই বিকেলে
মন দিয়ে জ্বলিবো, বিরহের অনলে;
এই পরানের আমি, স্বরতন্ত্রি ছিঁড়ে,
ডাকবো দিবারাত্রি, এসো হৃদয় নীড়ে।


আমি তোমায় পাবো বলে, কত জ্বলেছি
  বার বার অগ্নিকূলে, কতই নিভেছি;
বিরহ ব্যাঘাতে মরি, একাকী রাত্রিতে,
কবে হবো বিলীন, সখি আমি তোমাতে।


আমি তোমায় পাবো বলে, কত ভেবেছি
অশ্রুগুলি উড়ে গেছে, অপেক্ষায় আছি।


০৯/১৭/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক