“ছ” (ছটপটে ছায়া )
            টটোগ্রাম সনেট
            রাজুব ভৌমিক


  ছনমনে ছোট্টু ছায়া ছন্দে ছনছন
  ছায়ার ছন্দতে ছায়াবতীর ছলন
ছাঁকা ছাঁকা ছায়ার ছাঁকনিতে ছুটকী
ছিটকানো ছায়াতে ছনছনে ছার্তকী।


ছৈলা! ছত্রেশ ছোটনের ছায়া ছেদন
ছায়ার ছায়াতে ছিবড়ে ছিদ্রান্বেষণ
  ছটপটে ছায়া ছন্দহীন ছায়াবতী
ছোঁয়াছুঁয়ি ছোটনতে ছেলিয়া ছুঁতী।


ছায়ার ছেলেখেলায় ছোটনের ছোটা
  ছন্দতে ছায়াবতী ছায়ার ছটফটা
ছতরে ছোটনের ছোঁয়াতে ছায়াবতী
ছায়ার ছটফটানো ছন্দহীন ছত্রী।


ছদমায় ছোট্টু ছায়া ছনমনে ছাল
ছলে ছুতায় ছায়া ছলচ্ছল ছিয়াল।


০৯/২৬/ ২০২১
কপিরাইট © ২০২১ রাজুব ভৌমিক
ব্রঙ্কস, নিউইর্য়ক


টটোগ্রাম সনেট: যে সনেটের প্রতিটি শব্দ একই বর্ণ দিয়ে শুরু হয়। এই কবিতাটি চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো। এই সনেটগুলো মাত্রা নিয়ম মেনে চলে না।