না বলা (স্বতন্ত্র সনেট)
       প্রফেসর ড. রাজু ভৌমিক


আমার আমি ভেতরে বলে, ‘ভালবাসি’,
প্রাণ পাখিরে কত, ভেবে মুচকে হাসি;
সত্য ওগো সবি সত্য, বলিতে না পারি,
প্রেমক্ষুধায় তাই, আমি এক আহারী।


করি কত পটিপাটি, গুছিয়ে নিজেকে,
তোমার হৃদয়ে মিশে, বিলীন তোমাতে;
যেথায় এ মন, সারা দিনরাত ভরে,
স্বর্গ সেথায় মোর, ছাই এই সংসারে।


  অন্তর্যামীর দেয়া মুখ, কতনা ভারি,
‘ভালবাসি’ এক শব্দ, বলতে না পারি;
কাঁপছে আকাশ, ধরা, আর এই স্বর,
উপায়হীন তাই মোর, প্রভু নির্ভর।


হৃদযন্ত্রে ঘা লেগেছে, কিভাবে যে বলি,
জীবনের ছন্দে আমি, কেমনে গো চলি;


১২/০৪/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক