অধরা প্রেম
                  রাজুব ভৌমিক


চন্দ্র সূর্যের আকর্ষণে, জলরাশির এ কোন বিহনে
   গভীর সমুদ্রের মন্থনে, নামে জোয়ার ভাটার ধারা
বৈকালের সূর্য ঘোড়ায় চড়ে, রাঙা আলোয় ঐ রূপ ঝরে
  চায় মন আমার বুক চিরে, দেখাতে হৃদয়ের রক্তঝরা
      পাড়ার চায়ের দোকানে, প্রতি চুমুকের স্বপনে
যখন দেখি তোমারে চোখের কোণে, প্রেমের স্রোতে ভাসি অধরা…
  নৌকার মন আমার জলে ভাসে, মন মাঝিটির আশে
         পাই নি কভু তোমায় পাশে, অধরা…..
  
জীবনের এক প্রান্তে, দেখিলাম জানালার ফাঁকে
          তোমারে বুকে নিয়ে কত আশা
         কত স্বপ্ন দেখেছি ঝাঁকে ঝাঁকে
        প্রথম দেখায় হলো তাই ভালবাসা।  
  স্কুলের রাস্তার পাশে, তোমায় একটু দেখার আশে
চোখের জলে পাঞ্জাবী ভাসে, তীব্র রৌদে মাঠে দেখি খরা
  কোকিল সুরে ডেকে বলে, ভালোবাসা কি পেলে?
উপরে তাকাও বলে, সেও যায় চলে, নিয়ে বুক ব্যথাভরা


       রঙের এ বাজারে, কেউ প্রেম নিয়ে যায় থলে ভরে
কেউ আবার না পেয়ে মরে, কারো মরতে মরতে হয় না মরা
   দু:সহের কত রাতে, তোমাকে একটু কাছে পেতে
       কত গোলাপের চাষ করেছি ক্ষেতে, অধরা….


নিশি রাতের বারোটা বাজে, কত রাতে কাজে ও অকাজে
    শিস দিয়ে আমি লাজে, ডেকেছি তোরে অধরা….
ভালবাসার পবিত্র অন্জলী, দিয়েছি সকল সুখের জলান্জলী
     অনুভব নিয়ে কত লুকোচুরি না খেললি
    আমার ভালবাসার মূল্য না দিলি, অধরা….


তোমার প্রতিদিনের চলাতে, যদি একদিন শুধু চাইতে
  দেখিতে আমার দুই নয়ণ, সামান্য বিজলির ক্ষণ
তুমিও প্রেমে পড়িতে, আছড়ে বন্ধু আমাতে, অধরা…
তুমি অদৃশ্য বানিয়ে মোরে, এই অভাগা সংসারে
               মাটিতে চোখ দুটি পড়ে,
কত বার পাশ কেটে কলিজায় তুমি দিলে নাড়া
  উষ্ম তোমার বুকে, ক্লান্তদেহের এই মাথা রেখে,
       হয়নি কথা ঠোঁটে ঠোঁটে, অধরা……


আজি যমের শয়নকালে, অহনিশি মনে তুমি এলে
        তোমায় কভু যাই নি রে ভুলে...অধরা
  শত শত মেঘের রাশি, নেই ভিন্ন ঐ রবী শশী
বলেছিলো তোমায় ভালবাসি, শুধু এই মুখটি ছাড়া
ক্ষুদ্র প্রেমস্মৃতি গায়ে মেখে, শয়নে থাকিলে মাটির বুকে
   হাজার বছরের পরে চাইবো তোমাকে, অধরা…


১১/২২/ ২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক