তোমার পিছুপিছু (স্বতন্ত্র সনেট)
          ড. রাজু ভৌমিক


তোমায় দেখিবো তাই, চলি পিছুপিছু,
মায়ার স্ফুরণ তব, মোর নেই কিছু;
মির্মির নয়ণে হৃদয় ভাসিবে তাই,
তপোবনে বসিয়া লীলোদ্যান বানাই।


তব পানে চাহি ছোট্ট এই তপোবনে,
আশায় দিনানিপাত, হইলো এখানে;
দেখিনু সেদিন রাস্তায় মম ঐশ্বরী,
হৃদকম্পন! খেলিলুম যে লুকোচুরী।


প্রারম্ভ হইলো বুঝি মোর গুপ্তস্নেহা,
কি মধুর তাহার বদন! কৃষ্ণলোহা!
কপোত বর্ণিত নয়ণ, সে এক কমা;
শালিনতার ঐশ্বর্য ও  কুলগরিমা!


নিঝুম রাতের আধারে তুমি নীলিনী,
খোয়াবের রাণী ওগো মোর সুকেশিনী।


৮/২১/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক