লাঠির ভর
         রাজুব ভৌমিক
      
         যারে খুঁজে খুঁজে
কুঁজো কুঁজো কলিজা খানির    
      লাঠির ভর আর সহে না  
    পাইতে তারে এই সংসারে
  পাগল এ মন সময়ের প্রহারে
         বুঝেনি কোন বেদনা!  
  
   সাধের জনম যায় আহা রে
  তার দেখা বুঝি আর হবে না  
      একটু পেতে মনের মানুষ
যৌগি বেশে কত করেছি সাধনা!
      
  ভাবের সামান্য গন্ধের আশায়
  ভুবন গাছে কত জল দিয়েছি
   পরান ফুলের দেখা এ জীবনে
           আর হলো না!


  মনের মানুষরে আমার ভেবে
    কত ভেবেছি কতে চেয়েছি
    তারে চেয়ে চেয়ে মরে যেয়ে
  প্রাণ গেল বলে আর গেল না!  


০৪/০৫/২০২৩
ব্রঙ্কস, নিউইর্য়ক