যা চেয়েছি তাই হারিয়েছি
            (স্বতন্ত্র সনেট)
    ড. প্রফেসর রাজু ভৌমিক


সখি আমি যা চেয়েছি, তাই হারিয়েছি,
মেঘ চেয়ে চেয়ে, এই আকাশে মিলেছি;
শূন্যে হেটেছি, সর্ব শূন্যতায় ভুগেছি,
শূন্য বাসরে, শুধু যে তোমায় দেখেছি।


সখি আমি যা চেয়েছি, তাই হারিয়েছি,
হেরে হেরে, এ জীবনের সাধ মিটেছি;
অনেক কেঁদেছি, তব সান্নিধ্য চেয়েছি,
তোমায় দেখেছি, আবার কত ভুলেছি।


সখি আমি যা চেয়েছি, তাই হারিয়েছি,
ভুলে ভুলে, কত অশ্রু আবার ঝরেছি,
কোমল ছোঁয়ার অনুভবে, সে ডুবেছি,
ডুবে ডুবে, মৃত্যুর কত জল খেয়েছি।


তোমা চেয়ে হারিয়েছি, না চেয়ে মরেছি;
কত কাছে পেয়েছি, ধরিতে না পেরেছি।


১১/০৩/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক