আমি তোরে দেখি যখন
       রাজুব ভৌমিক
  
   আমি তোরে দেখি যখন
  বুকে যেন থামে না কাঁপন  
অবাক নয়নে, প্রেমের উদয়নে
    দেখি তোরে প্রাণভরে
  এই মনের ছোট্ট তেপান্তরে
থাকো তুমি হয়ে আমার আপন।


নয়ন ঝলকে, নয়ন পলকে
   হয় যত প্রেমের আলাপন
  তোর নয়নে পড়িলে নয়ন
মন সাগরে নামে উত্তাল গর্জন।
    আমি তোরে দেখি যখন
এই বুকে যেন থামে না কাঁপন।  


অবনীর বুকে তোর মোহিনী রূপে
কত আশায় মেঘেরা যায় থমকে
ফুলসয্যার সুরে পাখিরা ডাকে
দোলে দোলে আমার উত্তাল মন।
      আমি তোরে দেখি যখন
  এই বুকে যেন থামে না কাঁপন।


০৬/২২/ ২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক