লোক সঙ্গীত: বন্ধু যখন যায়
রাজুব ভৌমিক
নিশিকালে বন্ধু যখন যায়, ঝরে পথে কত জোসনা
আঁধারে ডুবিয়া এ পরাণ, দিয়া মোরে কত যতনা
একবার দেখিলে না রে বন্ধু, কত কষ্টে আমি তুমিহীনা
জল বিনে মাছ যেমন, আশাতে মরে হবে যদি বন্যা
কত জ্বালা দিবে এ বুকে, আর তো প্রাণে সহে না। (২)
যাবার কালে একবারও তুমি ফিরে তাকালে না
কত জ্বালা দিবে এ বুকে, আর তো প্রাণে সহে না।(২)
বসন্ত আসে বসন্ত যায়, ফুলের মধু মৌমাছি খায়
নিয়ে তোমায় বুকের ভিতর, কাঁদি আমি অসহায়
মন চুরি করে, আমায় বানাইলে তোমার খেলনা
কত জ্বালা দিবে এ বুকে, আর তো প্রাণে সহে না।(২)
তোমায় বিনে কত রাত, পেলেম কত অন্তর্ঘাত
আঁখি খুলিয়া কত করিলুম তোমার ভাবনা
কত জ্বালা দিবে এ বুকে, আর তো প্রাণে সহে না।(২)
যদি একবার আসিতে ফিরে, দেখাইব এ বুকটি চিরে
কত যতনে রেখেছি প্রিয়, মোর মন মন্দিরে
যাবার কালে একবারও তুমি ফিরে তাকালে না
কত জ্বালা দিবে এ বুকে, আর তো প্রাণে সহে না।(২)
০৩/০৪/২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক