কোথায় পাবো তারে
            রাজুব ভৌমিক


    আমার সারা জনম গেলো চলে
      পরাণ বন্ধুরে দেখার আশায়
   ওরে...দেহ গেলো মোর ভেঙ্গে চুরে
    গোপনে এখনো বন্ধুর গান গাই
  তারে বিনে আমি কেমনে দিন কাটাই
কোথায় পাবো তারে—আমার দু:খের শেষ নাই।
    
  
    দেশ বিদেশে আমি কত ঘুরলাম
মনের মানুষের ওরে দেখা না পাইলাম
কেউ আমায় একটা তাবিজ কিনে দেনা রে
      প্রাণ বন্ধুরে একটু দেখতে চাই।  
  তারে বিনে আমি কেমনে দিন কাটাই
কোথায় পাবো তারে—আমার দু:খের শেষ নাই।


ওরে….যৌবন আমার সময় ধরে খায়
    কেন আমার দু:খের প্রানটা না যায়
         এই সংসারে থাকতে গো না চাই।
   ওরে….তারে বিনে আমি কেমনে দিন কাটাই
কোথায় পাবো তারে—আমার দু:খের শেষ নাই।


০৯/০৫/ ২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক