কোথা হতে আসে মানুষ
      রাজুব ভৌমিক


জন্মিলে কান্নাকাটি, মরিলে যায় বুকফাটি
মাঝখানে কিসের লাগি পরাণ যায় জ্বলিয়া
ও, সে চিৎকার করিয়া ডাকে শুধু মা’য়
কোথা হতে আসে মানুষ, আবার কোথায় চলে যায়
এই পাগল মনটি মনরে শুধায়।


দুই পাগলের পাগলামির ফসল
ভবে আসিয়া দেখাইলো তার কত বল
মৃত্যুর ভয় নাহি সে করে
শশ্মান ঘাটে, কাঠের খাটে, শেষ হয় তার অধ্যায়।
ও, কোথা হতে আসে মানুষ, আবার কোথায় চলে যায়
এই পাগল মনটি মনরে শুধায়।


জন্মিলে কান্নাকাটি, মরিলে যায় বুকফাটি
মাঝখানে কিসের লাগি পরাণ যায় জ্বলিয়া
ও, সে চিৎকার করিয়া ডাকে শুধু মা’য়
কোথা হতে আসে মানুষ, আবার কোথায় চলে যায়
এই পাগল মনটি মনরে শুধায়।


নিথর দেহ পড়িয়া রহে ধরাতে
কেউ পূজিল পশু কেউ চাহিল মারিতে
কোন ধর্মে হইবে তার স্বর্গবাস
আবার কোন স্বর্গ তারে জানাবে বিদায়।
ও, কোথা হতে আসে মানুষ, আবার কোথায় চলে যায়
এই পাগল মনটি মনরে শুধায়।


জন্মিলে কান্নাকাটি, মরিলে যায় বুকফাটি
মাঝখানে কিসের লাগি পরাণ যায় জ্বলিয়া
ও, সে চিৎকার করিয়া ডাকে শুধু মা’য়
কোথা হতে আসে মানুষ, আবার কোথায় চলে যায়
এই পাগল মনটি মনরে শুধায়।


০২/০২/২০২০
ম্যানহাটন, নিউইর্য়ক