কে কার
       রাজুব ভৌমিক


কে কার—ভেবে তুমি আমার
কেটেছি কত নিদ্রাহীন রাত
তোমারি নয়নে নয়ন রাখিতে
  সময় নদী করেছি পার।


কেউ নয় কারো ভালবেসে মরো
জীবন যেন শত মৃত্যুর যন্ত্রনা
তোমারি প্রেম সুরে জীবন গতি
থামে কভু না বাজিলে বীনা।


    কে কার—ভেবে দেখ মন
   একলা ভবে একলা মরণ
ভালবাসায় মিলে সময়ের খাদ্য
  না বাসিলে হয় মৃত্যু আহরন।  


০৪/১৮/ ২০২২
কপিরাইট © ২০২২ রাজুব ভৌমিক
ব্রঙ্কস, নিউইর্য়ক