পাবো কি সে সাধুর দর্শন
           (স্বতন্ত্র সনেট)
      ড. প্রফেসর রাজু ভৌমিক


কোথায় পাবো আমি, সে সাধুর দর্শন,
  তরীর সন্ধান দেবে, যে করি আপন;
কত যুগ ধরে, আমি বসে একা একা,
ওরে মন, পাবো কি কভু, তাহার দেখা?


আমি তরীর সন্ধানে, অন্ধের বাগানে,
হামাগুড়ি দিয়ে খুজি, কি ব্যাকুল মনে;
সাধুর প্রেমে মন, যে আমি প্রেমময়,
সাধুসঙ্গ গুনেই, সর্ব তরী প্রনয়।


সাধুর কত গুন, না যেমন তেমন,
   যার স্পর্শে, মনের ময়লার গমন;
যার শুদ্ধচিত্ত, থাকে যে অন্তর খোলা,
ভজে সে গুরুর নাম, তাই সারাবেলা।


কোথায় পাবো আমি, সে সাধুর দর্শন,
হবে কি কভু, এ মনের তরী মিলন?


১১/০২/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক