ফুল হাতে ভালবাসা হয় না
                 রাজুব ভৌমিক


বৃক্ষের যোনি পুষ্প হাতে—যে করে প্রেম নিবেদন
শরীরের মোহ তাতে, অন্য কোথাও থাকে না মন
    গন্ধ নাও যদি প্রাণভরে, রাখো যদি তব কেশে
কথা হবে হাতে রেখে হাত, কিন্তু দুটি দেহ জলে ভাসে।


গাছের গোপনাঙ্গ ফুল—হাতে নিয়ে ছাড়িলে কুল
    অমর প্রেমের দোহাই দিলে তব দেহের টানে
  মিছে প্রেমের অভিনয় এভাবেই করে শতজনে!
  ফুল দিতে কি সাধে হয় প্রেমিক এত ব্যাকুল?


ফুল হাতে হয় না প্রেম—দেয় শরীরের ক্ষুধার ইঙ্গিত
   ফুল হাতে নিয়ে তাই সে গায় কত প্রেমের গীত।
   দেহের টানে যেমনি হয় হাঁসের মাথার ঝাঁকুনি
    তেমনি পুষ্প হাতে প্রেমিকার বাড়ে কাঁপুনি।
          
          না সে প্রেম নয়—হয়ত অন্য-কিছু
   যে শক্তিতে চলে প্রেমিক প্রেমিকার পিছু-পিছু।
            


০৮/৩১/ ২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক