সখি তুমি বিনে (স্বতন্ত্র সনেট)
    ড. প্রফেসর রাজু ভৌমিক


সখি তুমি বিনে, এ মনের স্মৃতিপটে
তোমার ছবি আঁকি, আমার রাজ্যপাটে;
তুমিই সম্রাজ্ঞী, মোর ছোট্ট মনোরাজ্যে,
তুমি বিনে রাজ্য চলে, কতইনা কর্জে।


সখি তুমি বিনে, দাড়িয়ে রোদের তাপে
যাচ্ছে পুড়ে শীর্ন দেহ, অপেক্ষা তোমাতে;
আবার বর্ষা নামে, ক্লান্ত দুই নয়নে,
বেদনার শোকে, ও বিরহের সোপানে।


সখি তুমি বিনে, চাঁদ-তারা অভিমানে
শূর্নে বিলীন হয়, এ খোলা আসমানে;
  যতদিন থাকবে, তুমিহীন এ প্রান,
আসমানে থাকিবে, তারার অভিমান।


সখি তুমি বিনে, এ মনে হাজার কষ্ট,
যেমন রাধিকাহীন, দুরন্ত সে কেষ্ট।


০৯/১৯/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক