নারী (স্বতন্ত্র সনেট)
     ড. প্রফেসর রাজু ভৌমিক


নারী, সে অভাগা জাতি, বাপের বড়াই,
জন্ম থেকে সংগ্রাম, তার বিরতী নাই;
যে আচল ছায়ায়, এই বিশ্ব ঘুমায়,
সর্বালাঞ্চিতা প্রিয়ে, অপবাদে জন্মায় ।


সর্বাদহী তুমি, সর্ব দুঃখ নিপীড়িনী,
সৃষ্টিকর্তা এই ভবে, মোদের জননী;
অন্নপূর্ণা সেজে, রাখে ধরণীর ভার,
উনিষ-বিশে সংসার, করে তিরষ্কার।


বন্ধী সে আলোকিত, করে অন্য সংসার,
বাবা, স্বামী, পুত্র, সে চালায় বৃদ্ধাগার;
  বয়স্বন্ধি বিবাহে, স্বামীর অবিচার,
পুত্রেরা যুদ্ধ করে “মাকে দেখো এবার”।


নর সংসারে, নারীর হয় ব্যাভিচার,
নারী জীবনটা বৃথা, শূন্য মর্যাদার।


০৮/১৩/২০১৮
ম্যানহাটন, নিউইর্য়ক