ঠিকানার ভুল (স্বতন্ত্র সনেট)
       ড. প্রফেসর রাজু ভৌমিক


একদা ক্ষুধার জ্বালায়, কত দুয়ারে
ঘুরে ফিরে ক্লান্ত, মরি বুঝি অনাহারে;
গেলুম মন্দিরেতে, নিরুপায় যে হয়ে,
ক্ষুধার্ত! কিছু দাও প্রভু, বলি অভয়ে।


রোথো বলে তাড়িয়ে, এবার মেঠো পথে
  ক্রন্দনরত মুখে, চলি যে কার সাথে;
কাঙালী ভোজ আসি, হবে কি নিবারন
দর্শক আমি ভোজে, হতে পারে মরণ!


অগত্যা প্রবেশ করিনু, কাঙালী ঘরে
রুটি ভাগ করিনু, খেলুম পেট ভরে;
ভাবি প্রভু, কেন তুই, করলি এমন?
ভুল ঠিকানা দিলে, মন্দিরটা যেমন!


তব স্হান, চিত্ত যেথা, মনুষ্য কল্যাণে;
অন্তরেজাত ভালবাসা, সম-সমানে।


০৬/১৩/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক