তুমি চাও চাঁদ
       রাজুব ভৌমিক


তুমি চাও ঐ দূরের আকাশের চাঁদ
আর আমি চাই শুধু এক সন্ধ্যা
অন্নপূর্ণার কলসভর্তি অভিসার
    থালাভরা ভাসা একটি চাঁদ
এক বিছানাভর্তি ঘাসের আবরন
     ধীরে ধীরে হাতে হাত রাখা
  অজান্তে কাঁধ ও মস্তকের মিলন
    আচমকা ঝির ঝির প্রকৃতির  
       মৃধু বাতাসের শীতলতা
    চাই এমন এক আঁধার রাত্রি
     জোনাকি ও জোসনায় ভর্তি
  লালটুকটুকে একটি উজ্জ্বল টিপ
তোমার ললাটে, আমার আকাশে        
      কিন্তু তুমি শুধু চাও ঐ চাঁদ
       হ্যাঁ, তবে শুধু চাঁদ কেন
       তুমি চাইলে বিশ্বব্রহ্মাণ্ডটি
ঘুড়ির নাটাই ও সুতায় জোরে টেনে
       রাখতে পারি তোমার সম্মুখে
     ওগো ভালবাসার অভিধানে
        অসম্ভব বলে যে কিছু নেই
  তবে অসম্ভবকে সম্ভব করতে গেলে
           এই ছোট্ট জীবনে কি
   তোমাকে ভালবাসার সময় পাবো?
   চাঁদ তোমায় ঠিক এনে দিতে পারি
   তুমি কি আমায় অনন্ত সময় দিবে?
        
০৮/১৩/ ২০২১
কপিরাইট © ২০২১ রাজুব ভৌমিক
ব্রঙ্কস, নিউইর্য়ক