তোমার কণ্ঠ (তৃতীয় মাত্রা সনেট)
          রাজুব ভৌমিক


তোমার কণ্ঠ শুনিলে ব্যাকুল হয় মন
কলিজায় মারে শূল অবশ এই দেহে
কত স্বপ্ন দেখে মন তোমাতে সর্বক্ষণ
শুনিলে তোমায় মনে সুখ হাওয়া বহে।


তোর কণ্ঠ শুনে মোর কণ্ঠরোধ ভাবিয়া
প্রেম মিলন-মেলাতে আমি বেলুন কিনি
  দুষ্ট বালকের মত দেখি তারে ঘুরিয়া
বারবার খুঁজি তোরে নতুন করে চিনি।


শুনিলে তোমার কথা ঐ রূপ দেখে আঁখি
আর তোমার আঙ্গুল যখন চুল সরাতে
কণ্ঠ না শুনে তোমার শুধু তোমায় দেখি
স্বপ্নের বীজ বুনিয়া ব্যস্ত আমি দিনেরাতে।


  এমন মধুর কণ্ঠ কোথায় পাবো আমি
   কতইনা চেয়েছি গো প্রাণের প্রেমভূমি
  শুনিতে এই সংসারে ভালবাসা যে তুমি।


০৩/২৫/২০২০
ম্যানহাটন, নিউইর্য়ক