নবীন এবার জাগো (তৃতীয় মাত্রা সনেট)
               রাজুব ভৌমিক


নবীন এবার জাগো, ঘুমিয়ে থাকো না গো
  মিছিলে যেতে হবে এ ধরা সংকটময়
নবীন এবার জাগো, রক্তে রক্তিত সাজো
   যুদ্ধে জয়ী হতে হবে করো না তুমি ভয়।


নবীন এবার জাগো, রাজপথ জ্বালাও
হাতে মশাল উঠাও কণ্ঠে শান্তির বানী
নবীন এবার জাগো, অত্যাচারী হঠাও
ধরিত্রী বাঁচাও দূর করো গো অন্তর্গ্লানি।


নবীন এবার জাগো, অসাধু নিয়ে ভাগো
  এ বিশ্ব অমঙ্গলের নয়, হতে দিও না
নবীন এবার জাগো, সমীহ করো না গো
  শক্তহাতে করো রক্ষা, সুন্দর এ জমানা।


   তোমাদের পাণে চেয়ে ঘুমায় দূর্বলেরা
  তাই জাগো তুমি ওরে সর্বে শঙ্কায় ভরা
প্রকৃতি ডাকে বিলাপে মুক্ত হবে কি ধরা?


০৪/১৮/২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক