বিশ্বাসের কলোনি


মানুষ জীবনে এমন একটি অবস্থায় পৌছায়
ধীরে ধীরে যুক্তি এসে বাসা বেঁধে গড়ে তোলে পাহাড়
একটি চিন্তা তাঁকে বিশ্বাসী করে গড়ে তোলে
এমন ভাবে যেন এসে যায় প্রবল দায়বদ্ধতা।


চিন্তার সাথে সহমত পোষণকারী হয়ে ওঠে কালের বন্ধু অবশেষে
অথচ যুক্তি নির্ভর বিরোধের জন্য অনেকে হয়ে ওঠে বিরোধী।


এগুতে এগুতে একদিন এক একটি বিশ্বাস ও ধর্মকে বয়ে নিয়ে যায় কিছু অন্ধকার জগতের লোক।


বিস্ময় লেগে যায় হাজার বছর পর যদি নির্মাতা ফিরে দেখে নিজেরি পথ
আৎকে উঠতো কি অনাসৃষ্টির কাজই না করে গেছে জীবনভর
অথচ সে আর ফিরে আসে না, কখনো না
রয়ে গেল তাঁর  অছ্যুৎ বালাই যুগ যুগ ধরে
কোটি কোটি মতভেদ রয়েছে পৃথিবী জুড়ে
মাটির রক্তে মিশে আছে সেই ইতিহাস।


অথচ সেই ছোট্ট একটি বিশ্বাস হয়তো এনে দিয়েছে আলোক ছটা কিছু জীবনের
বাকিসব পড়ে রইলো সেই অন্ধকার গহ্বরে
এক বিকৃত জীবনের অনুষঙ্গ নিয়ে।


অনুসন্ধানের প্রবল ইচ্ছে জেগে ওঠে না আর
অনুভব প্রতিনিয়ত খাবি খায় বাস্তবে
সেই বেড়াজাল ঝর্ণার পানির মতো স্পষ্ট
প্রয়োজন হয়ে পড়ে নতুন কোন আশ্রয়ের
বয়ে চলে বিশ্বাসের স্রোত উঁচু নিচু পথ ধরে
গড়ে ওঠে পৃথিবীতে বিশ্বাসের কলোনি।