কোটি আলোর শিখায় হৃদয় আঁকরে ছেয়ে গেছে মন
এ-তো নিজের স্বরুপ জগতের কাল বলে গেছে মন//


পাহাড়ের মত তবে বুক উঁচু করে বলছে হৃদয়
প্রিয়র সাদ মেটেনি জীবনের ভারে জেনে গেছে মন//


আলেয়ায় জেগে থাকা বিরহের চোখ রাত দেখে যায়
ঘাসে ঘাসে জমে থাকা শিশিরের প্রাণ থেমে গেছে মন//


ছুটে চলে অভিযোগ চোখের কিনারে ধূয়াসার মত
প্রেমের চোখেই প্রেম হয়েছে অভাব বুঝে গেছে মন//  


তোমার হৃদয় জানা হয়নি কখনো জান সুলতান,
হতাশার রঙে এক আশার ঝর্ণা ডুবে গেছে মন//