শিশুর উদর


কতোটুকু খাদ্য পেলে ভরে ওঠে একটি শিশুর উদর!


একটি নিষ্পাপ হৃদয়ের আগমনের বার্তায়
ভরে গেছিল পাড়াময়
কত-শত লোক খাইয়ে আত্মহারা হয়েছিল মাতাপিতা
হাত তুলে আশীর্বাদের দৈবীক দাবিতে ভরেছিল উর্ধ্ব আকাশ
সেই টুকটুকে হৃদয়টি ধীরে ধীরে বড় হলো,
পদ পেল মন্ত্রীত্বের
মনোনীত হলো জনগণের নেতা
আগামী প্রজন্মের স্বপ্ন
সবকিছু পন্ড করে পৃথিবীর সবকিছু গ্রাস করছে তার ছোট্ট উদর
বীভৎসতা হেরে গেছে সেই লোলুপ দাঁতের পেষণে।


একবার আমাদের পৃথিবীতে এসো
কথা দিলাম তুমি আর আগের মতো থাকবে না।


প্রকৃতির রূপ রস মাটি চাপা দিয়ে কি করে গড়েছি ইট রটের সভ্যতা জানতে পারবে সেই ইতিহাস।


নিরিখে জানবে মানুষের অবয়ব,
জানবে  কতোটা ঘৃণা নিয়ে বেঁচে আছে সমাজচ্যুত শিশুর হৃদয়,
কতকাল অভুক্ত থেকে ধুঁকে ধুঁকে জ্বলছে ডাস্টবিনে পড়ে থাকা শিশুর উদর।