বৃষ্টি পড়ছে
কেউ ভাবছে তাঁর হৃদয়ের কান্নার ধারা নামছে
কারণ এতোটা আঘাতের পর মানুষ সইতে পারলেও আকাশটা পারে না,
কেউ বৃষ্টি বিহারের স্মৃতি মন্থনে ডুবে যান
শৈশবে বৃষ্টির দিন পুকুর দাপিয়ে বেড়ানো
ভাঙ্গা দড়জা দিয়ে কোন রকমে বাড়িতে প্রবেশ
অতঃপর বাবার লাঠি বা মায়ের বকুনি,
কেউ হয়তো সারা মাসে নির্ঘুম রাতের কথা ভাবতে থাকেন 'ঈশ আজকে বাসায় থাকলে দিব্যি একটা ঘুম দেয়া যেত'।
কেউ আসমানের দিকে তাকিয়ে করে গালিগালাজ
'বৃষ্টি হওনের আর কাম পাও না' একমাত্র বিছানাটা ভিজে গদগদ,  চালের ছিদ্র গুলো বন্ধ করে দেওয়ার পরেও দমকা বাতাসে গেছে সরে বলে।


বৃষ্টি পড়ছে
গাছ পালার চেহারা দেখে মনে হয় বহুদিন পর
তারা আনন্দে নাচতে শুরু করেছে
মাঠের পর মাঠ ভরা ধান খেত পেয়েছে জীবনের ছোয়া
বিলের পর বিল ভরা জলজ পেয়েছে পরম আয়ু,
গরমে খাখ্ হ'য়ে থাকা পৃথিবীর বুক হয়েছে শান্ত।
বৃষ্টি পড়ছে
লাখো কোটি মানুষের মনে ভাবনা এসে গড়াগড়ি খায়
সবকিছুকে উপেক্ষা করে
তবুও বৃষ্টি পড়ছে।