রাতের নিরবতা
সুলতান আশরাফী


আমরা যত সহজে প্রকৃতির প্রেমে পড়ি
বিকশিত ফুলের সুগন্ধে ঘাসের সৌন্দর্য
কিংবা ঝরনার বয়ে চলা পথে চলে
তত সহজে প্রেমে পড়ি না গভীর কোন রাতের।


নিস্তব্ধ রাতে জেগে আছে নির্ঘুম তারকারাজি
অঘোর ঘুমে কাটিয়ে দিচ্ছে বুদ্ধিমান মানুষ গুলো
কালো অন্ধকারে খসে পড়ে যত্নের শরীর
সৌন্দর্যবোধ উজ্জ্বল ফর্শা আর কৃষ্ণাঙের বিভেদ উপহাস্যের পাত্র হয়ে ওঠে গভীর রাতে।


একদিন এই কালো অন্ধকারে হারিয়ে ফেলবো নিজেকে, সকল অভিমান অভিযোগের মৃত্যু ঘটবে সেদিন।
একটি নিরবচ্ছিন্ন তীক্ষ্ণ সুরের ধ্বনি কানে বাজে রাতের নিরব তরঙ্গের সাথে যোগাযোগ রেখে   দিশা খোঁজে আমার হৃদয়ের আকুতি।

আজ মহামিলনের পথে নৈসর্গিক দৃশ্যগুলো হাতাশায় নিমজ্জিত
প্রথম যৌবনের যে স্মৃতি জমা ছিল
সবকিছু পন্ডুর হয়ে গেছে রাতের গভীরতায়।


কি এক সম্মোহনী নেশায় আসক্ত বুদ্ধিমান মানুষ
চেতনা হারিয়ে সেজদায় এলিয়ে পড়ছে প্রতিদিন রাতের পায়ে।