কঠিন শপথ
সুলতান আশরাফী
(১৪.১০.২২)
.
হৃদয় না চাওয়াই ভালো ছিল
নইলে ধারালো ফলার তীব্র তীর
আঘাতে তিক্ত করতো না,
বর্নিল জীবনের প্রহর গুলো
কালো আধারে ছাদের ওপরে পড়তো না।
.
কে জানতো তোমার কথা
কথা হয়ে থাকবে চিরকাল
পিপাসিত আগুনের লেলিহান
দৃষ্টির সীমানায় প্রেম হয়ে উঠবে।
.
ঝরের দিনে যে বিকেল বিক্রি হয়েছে
সে কি কখনো বুঝতে পারে
পাশাপাশি দুটো প্রাণের স্পন্দন
নীল আকাশের চেয়েও মধুর।
.
বরং জটিল জীবন এড়িয়ে
সমাপ্ত হোক স্মৃতির মিনারে সমাবেশ
মৃত্যুর মতো নিয়ে বাঁচি
কোন কঠিন শপথ।