ঝমঝম বৃষ্টি পড়ছে,
কামনার চোখ জেগে আছে সারারাত
তোমার সাথে শেষ কথাটা বলা হয়নি
প্রতিটি সকাল আজকের মতোই বিরহী হয়ে ওঠে।


জানালাটা খুলতে
একটা হালকা ঝাপটা এসে পড়লো মুখে
যতদূর দৃষ্টির সীমা যায় কেবল অঝোর বৃষ্টিতে ভিজে যাচ্ছে শহর।
মাঝে মধ্যে দু একটা গাছ আনন্দ করছে বৃষ্টিস্নানে।


একটি জানালা দিয়ে কতকিছু দেখা যায়
কিন্তু আমার হৃদয়ের চোখ এতোটাই আনত যে তোমাকে দেখতে রীতিমতো গবেষণা করতে হয়।


এই যে চোখ তার সীমানা ভেঙে
অসংখ্য রঙিন ছবি এনে ভরে রেখেছে,
যেদিন এ হৃদয়টি জনঅরণ্য ভেদ করে বেরিয়ে পড়বে নিঃশব্দে
সেসব ছবির তকমা আর থাকবে না
কে খবর রাখবে একটি মৃত্যুর মধ্যদিয়ে কতগুলো স্বপ্নের মৃত্যু ঘটে?


কতখানি তৃষ্ণায় ডুবলে তোমার দেখা মেলে?
কতটা বসন্ত শীতের হৃদয় পেলে তোমার হৃদয় মেলে?


আজকে সকালটার মতোই নির্মল কান্নায় ভেঙে পড়ছে হৃদয়,
আকাশটার মতোই গর্জন করছে নিঃসঙ্গতা
আর তুমি গাছের মতোই লীলা করছো বৃষ্টিতে।