** আঘাত **
  কলমে- ডঃ উৎপল গিরি

ধিক্ ধিক্
অমানি বাতি জ্বলছে
ছবিগুলো আব্ ছা,
  জল ফুটছে গভীরে।

কর্কট হৃদয়ে-
শোষণের পেয়ালায়
দিচ্ছে চুমুক
মুখে লাল ছাপরে - - !

  মুক্তির খাম
সিংহের গলায়-
পাহারা দিবে
  বাপ - রে!

  সাহিত্যের বিলাসিতা
  হোক ক্ষুধার মুঢ়তা
   হানরে আঘাত
   হান - - - রে !