* অতীত তুমি যাবে ভুলে *
     কলমে - ডঃ উৎপল গিরি


কাজের চাপে
কিংবা , খোকনকে
ঘুম পাড়াতে গিয়ে
অতীত তুমি যাবে ভুলে।


তোমার মনের আকাশে
ঘন মেঘ কেটে গিয়ে
নতুন সূর্য উঠবে;
অতীত তুমি যাবে ভুলে ।


শৈশবের খেলাঘর,
যৌবনের আলাপন,
বার্ধক্যের বারানসিতে
ধুয়ে যাবে;
অতীত তুমি যাবে ভুলে।


হারানো জিনিসের স্থান,
নতুন দখল করে
ফুরফুরে বাগান সাজাবে
অতীত তুমি যাবে ভুলে।


মৃত্যুর পূর্বদিনে -
বিস্তৃতির অতল গহ্বরে
' আমি ' জায়গা করে নেব,
অতীত তুমি যাবে ভুলে।


21/7/2004 হলদিয়া