* বই *
কলমে- ডঃ উৎপল গিরি


সম্মুখে হাজারো বই'র স্তূপ
কত বেদনার আহ্লাদের
লিপিকা রয়েছে নিশ্চুপ।
কোনটা রঙ্গিন
কোনটা বা পুরনো
  অযত্নে রয়েছে চুপ।
  কেউবা গাঁথে-
  জুলিয়েটের মত
  নিরব বিরহ মালা।
  কেউবা প্রতিবাদী
  রাজপুত্রের মত
  চালায় পক্ষীরাজের দোলা।
  কোনটার গন্ধ বলে
  হাজারো বছরের
  স্বপ্ন সাধের কথা।
  কোন বইয়ের
  কাঁপা লেখা বলে
  অনুযোগের ব্যথা।
  আবার হয়তো
  কোন পাতায় আঁকা
  জয়ের অভিসারিকা।
  কোন পাতায়
   মুখ ঢাকা-
   লুপ্ত নিহারিকা।
  তবু; খুঁজে পাই-
    পিতৃব্যের শুকনো রক্তে
    তাজা প্রাণের আস্বাদ।
    তাইতো বলি-
    'বই' শুধু বই নয়
    এ তো জ্ঞানের ভান্ডার।