বাইশে শ্রাবণ
কলমে - ডঃ উৎপল গিরি।
    


হাজারো বাইশে শ্রাবণ  
পারবেনা কেড়ে নিতে ;
হিল্লোলিয়া ওঠো তুমি
নতুন করে রক্ত স্রোতে।


পাহাড়,পর্বত, নদী সবখানে
তোমার মুখ আমরা আঁকি।
খুঁজে পাই পরশপাথর
যখন বিষন্নতায় মুখ ঢাঁকি।


অপসংস্কৃতিতে হারিয়ে যাওয়া
দিশাহীন পথিকের তুমি আলো।
তোমায় ছাড়া বাংলা সংস্কৃতি
আজও অন্ধকারের  কালো।


সবুজ মনের অবুঝ কলি
তোমায় ঘিরে ফোটে।
নিরন্নদের ক্ষুধার অন্ন
তোমার জন্যই জোটে।


তোমার গানের ভালবাসায়
নতুন করে বাঁচতে শিখি ;
তোমার গুণের ডালিচাকে
বলতো, কি ভাষায় লিখি?